রামগতিতে আগুনে পুড়ল ১০ দোকান, অর্ধকোটি টাকার ক্ষতি

Sadek Ali
হাবিবুর রহমান, লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১:২১ অপরাহ্ন, ১৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ৬:৪৮ অপরাহ্ন, ১৯ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগতিতে ১০ টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (১৯ অক্টোবর) ভোর ৪ টার দিকে উপজেলার চরআলগী ইউনিয়নের সুইজগেইট নামক বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি অগ্নিকাণ্ডের ঘটনায় নগদ অর্থ, মালামাল ও দোকানঘরসহ প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, ভোর ৪ টার দিকে বিদ্যুৎ শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামগতি ফায়ার সার্ভিস ইউনিটের দুটি টিম স্থানীয়দের সহযোগিতায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।ততক্ষণে ওই বাজারের প্রায় ১০ টি দোকানপুড়ে ছাই হয়ে যায়। 

আরও পড়ুন: কুলাউড়ায় শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন, রাতে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে চলে যাই। ভোরে বাজারে আগুন লেগেছে বলে খবর পাই। পরে এসে দেখি দোকানগুলো পুড়ে গেছে। এখন আমাদের ভিক্ষা করা ছাড়া কোন উপায় নেই।

রামগতি ফায়ার সার্ভিসের উপপরিদর্শক জাকির হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড় ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এর মধ্যে ১০ টি দোকান পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: নাসিরনগরে এনসিপি নেতার বিরুদ্ধে মানববন্ধন

রামগতি থানার ওসি কবির হোসেন বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে।  ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো সম্ভব হয়েছে।