বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড, হ্যাঙ্গার থেকে বিমান সরিয়ে নেওয়া হচ্ছে

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ন, ১৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ৪:৪৪ অপরাহ্ন, ১৮ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে সম্ভাব্য ক্ষতি ঠেকাতে হ্যাঙ্গারে থাকা বিমানগুলো দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। আগুন লাগার পরপরই বিমানগুলো টেনে আগুনের উৎস থেকে দূরে সরানোর কাজ শুরু করে কর্তৃপক্ষ।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে কার্গো ভিলেজ এলাকায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে নিশ্চিত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

আরও পড়ুন: আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে

ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সূত্র জানিয়েছে, বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এবং বিমানবাহিনীর বিশেষ ফায়ার ইউনিট যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন লাগার পর অল্প সময়ের মধ্যেই ঘন ধোঁয়ার কুণ্ডলী পুরো এলাকা ঢেকে ফেলে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে সিইসি

ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন, আগুনের উৎস শনাক্তে কাজ চলছে এবং আশপাশের এলাকা নিরাপত্তাবেষ্টনীতে রাখা হয়েছে। বিমানবন্দরের কার্যক্রম যাতে বড় ধরনের ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

এদিকে বিকেল সাড়ে ৩টার দিকে বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ সাংবাদিকদের জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে। নিয়ন্ত্রণে অগ্রগতি পাওয়ার পরই স্বাভাবিক ফ্লাইট চলাচল পুনরায় শুরু হবে।