এখনো নিয়ন্ত্রণে আসেনি সিইপিজেডের আগুন, যোগ দিয়েছে সেনা ও নৌবাহিনী

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ন, ১৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ৯:৩২ অপরাহ্ন, ১৬ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) একটি কারখানায় দুপুরে লাগা আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের তৎপরতার পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে নৌবাহিনীর চারটি ইউনিট এবং সেনাবাহিনীর একটি দলও যুক্ত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড ও জিহং মেডিকেল কোম্পানির গুদামে আগুনের সূত্রপাত ঘটে। অ্যাডামস তোয়ালে ও ক্যাপ, এবং জিহং মেডিকেল সার্জিকেল গাউন তৈরি করে। সাত তলাবিশিষ্ট কারখানার ওই ভবনে পাঁচ শতাধিক শ্রমিক রয়েছেন।

আরও পড়ুন: লালবাগে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করলেও বিকেল সাড়ে ৪টার দিকে নৌবাহিনীর ইউনিটগুলোর সঙ্গে সেনাবাহিনীও পরিস্থিতি মোকাবিলায় কাজ শুরু করে।

এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি, এবং হতাহতের কোনো তথ্যও পাওয়া যায়নি। ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জামির হোসেন জানান, আগুন লেগেছে এমন কারখানায় মেডিকেল এক্সেসরিজ তৈরি হত; বিস্তারিত তথ্য পরে জানানো হবে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সাততলা ভবনের ৫ম, ৬ষ্ঠ ও ৭ম তলায় আগুন বিস্তার পেয়েছে।

আরও পড়ুন: কেরানীগঞ্জে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট