মুন্সীগঞ্জে যৌথ অভিযানে ৬ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ
মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ মুক্তারপুর এলাকায় কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ১৭ কোটি ৯০ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত কারেন্ট জালের আনুমানিক বাজার মূল্য ৬ কোটি ২৬ কোটি ৫৯ লাখ টাকা বলে জানিয়েছে কোষ্টগাড।
শুক্রবার (২৪ অক্টোবর) রাত ১১ টা থেকে শনিবার সকাল ৮ টা পর্যন্ত মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ মুক্তারপুর এলাকায় ৬ টি অবৈধ কারেন্ট জাল তৈরির কারখানা ও ৬ টি গোডাউন তল্লাশি করে ওই বিপুল পরিমাণ জাল জব্দ করা হয়।
আরও পড়ুন: ভিক্ষা করে তিন বস্তা টাকা জমানো ‘সালে পাগলী’ আর নেই
শনিবার (২৫ অক্টোবর) বেলা ১২ টার দিকে মুন্সীগঞ্জ মিরকাদিম নৌ-বন্দরে ধলেশ্বরী নদীর তীরে সাংবাদিক এসব তথ্য নিশ্চিত করে পাগলা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট রাকিবুল ইসলাম রনি।
তিনি জানান, মৎস্য সম্পদ রক্ষায় নিয়মিত কাজ অব্যাহত রেখেছে বাংলাদেশ কোস্টগার্ড। এরই অংশ হিসেবে মুন্সীগঞ্জের মুক্তারপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। আর বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ হয়। পরে নদীপাড়ে জব্দকৃত জালগুলো আগুনে পুড়ে ফেলা হয়।
আরও পড়ুন: মাধবপুরে র্যাবের অভিযানে ৫৩ কেজি গাঁজাসহ দুই ব্যবসায়ী আটক





