শিক্ষকরা নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন, প্রত্যাশা প্রধান উপদেষ্টার

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের বাড়িভাড়া মূল বেতনের ১৫ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্তে শিক্ষকরা নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (২১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। বার্তাটি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সংবাদ বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়।
আরও পড়ুন: সিভিল এভিয়েশন একাডেমিতে ‘এয়ারপোর্ট সিকিউরিটি ম্যানেজারস কোর্স’ সমাপ্ত
বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের ১ নভেম্বর থেকে এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের বাড়িভাড়া মূল বেতনের সাড়ে ৭ শতাংশ বৃদ্ধি পাবে এবং আগামী বছরের জুলাই থেকে আরও সাড়ে ৭ শতাংশ বাড়বে। ফলে মোট ১৫ শতাংশ বাড়িভাড়া কার্যকর হবে ধাপে ধাপে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবিদাওয়া নিয়ে গত কয়েকদিনে ধারাবাহিকভাবে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা।
আরও পড়ুন: পররাষ্ট্র উপদেষ্টা জানালেন ভারতের সঙ্গে শুধুমাত্র একটি চুক্তি বাতিল হয়েছে
প্রধান উপদেষ্টা বলেন, “বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের দাবি সরকার যৌক্তিক বলে মনে করে। তবে বিগত ১৫ বছরের সীমাহীন দুর্নীতি ও লুটপাটে বিধ্বস্ত অর্থনীতি এখনো সে সক্ষমতা অর্জন করেনি যে, এককালীন ২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধি সম্ভব হয়।”
তাই সরকার বাস্তবতা বিবেচনায় নিয়েই ধাপে ধাপে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।
শিক্ষক নেতাদের সঙ্গে সমন্বয় ও সমঝোতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরারসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা।
তিনি আরও বলেন, “আশা করি, আন্দোলনরত শিক্ষকরা নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরে যাবেন এবং ভবিষ্যৎ প্রজন্ম গঠনে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন।”