শেরপুর-২ থেকে বিএনপির তিন মনোনয়নপ্রত্যাশীকে গুলশানে ডেকেছে দলীয় হাইকমান্ড
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী যাচাই-বাছাই কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরই ধারাবাহিকতায় শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের তিনজন মনোনয়নপ্রত্যাশীকে আজ রোববার বিকেলে ডাকা হয়েছে দলটির গুলশান কার্যালয়ে।
দলীয় সূত্রে জানা গেছে, বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে ওই তিন প্রার্থীর বৈঠক অনুষ্ঠিত হবে। ডাকা হয়েছে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ও শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু সুফিয়ান মো. ফয়জুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মোখলেসুর রহমান রিপনকে।
আরও পড়ুন: তিতাস, হবিগঞ্জ, বাখরাবাদ এবং মেঘনা ফিল্ডে ৭টি কূপ ওয়ার্কওভার
এ খবর ছড়িয়ে পড়তেই নকলা ও নালিতাবাড়ী উপজেলা জুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উচ্ছ্বাস। স্থানীয় পর্যায়ে অনেকে আশা করছেন, আজকের বৈঠকের পরই শেরপুর-২ আসনে বিএনপির প্রার্থী নির্বাচনের বিষয়ে দিকনির্দেশনা পাওয়া যাবে।
একজন স্থানীয় নেতা বলেন, “দল যাকে মনোনয়ন দেবে, আমরা সবাই মিলে তার পক্ষেই মাঠে নামব।”
আরও পড়ুন: লাখাইয়ে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার
দলীয় সূত্র আরও জানায়, পর্যায়ক্রমে সারাদেশের অন্যান্য আসনের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গেও বৈঠক করবে বিএনপির শীর্ষ নেতৃত্ব।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন শেরপুর জেলা বিএনপির সদস্য সচিব এ বি এম মামুনুর রশিদ পলাশ।





