যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রূপগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা

Sanchoy Biswas
শ্রী দিপু চন্দ্র গোপ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ন, ২৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ৩:২০ পূর্বাহ্ন, ২৯ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুমের নেতৃত্বে উপজেলার সদর ইউনিয়নের ডেমরা–কালীগঞ্জ সড়কের কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রূপগঞ্জ কমিউনিটি ক্লিনিকের সামনে এসে এক পথসভায় মিলিত হয়।

আরও পড়ুন: মাদকাসক্ত স্বামীর দেওয়া আগুনের ঘটনায় ২ জনের মৃত্যু

পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমন এবং স্থানীয় যুবদল নেতৃবৃন্দ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির বলেন, জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠার পর থেকেই আমি এই সংগঠনের সঙ্গে জড়িত। আমার রাজনীতির পথচলা যুবদল থেকেই শুরু। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামে যুবদল অগ্রণী ভূমিকা পালন করছে। আজকের এই ঐতিহাসিক দিনে আমরা শপথ নিচ্ছি— দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের সরকার প্রতিষ্ঠার আন্দোলনে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই চালিয়ে যাব।

আরও পড়ুন: নাসিরনগরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তিনি আরও বলেন, যুবদলের নেতাকর্মীরা নির্যাতন-নিপীড়ন উপেক্ষা করে রাজপথে জনগণের অধিকার আদায়ের আন্দোলন অব্যাহত রাখবে। আজ যাদের রক্তে এই দেশ স্বাধীন হয়েছে, সেই মুক্তিযোদ্ধারা এখন অবহেলিত। আগামী নির্বাচন যদি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক না হয়, তবে তা হবে আরেকটি প্রহসন। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে যুবদল রাজপথে থাকবে এবং যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।

অনুষ্ঠানে বক্তারা গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।