চট্টগ্রামে মেয়রের ব্যানার সরানোকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার এক্সেস রোড এলাকায় মেয়রের ছবিযুক্ত ব্যানার সরানোকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মো. সাজ্জাদ (২৬) নামে এক যুবদলকর্মী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত আটজন।
ঘটনাটি ঘটেছে সোমবার (২৭ অক্টোবর) দিবাগত মধ্যরাতে। নিহত ও আহতরা স্থানীয় বিএনপি ও যুবদলের কর্মী বলে জানা গেছে।
আরও পড়ুন: খড় কাটা নিয়ে চরে গোলাগুলি, নিহত ২
স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের ছবি সম্বলিত একটি ব্যানার টানানো নিয়ে সোমবার রাতে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ধাওয়া–পাল্টাধাওয়া ও গুলির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে এক যুবদল কর্মীর মৃত্যু হয় এবং কয়েকজন গুরুতর আহত হন।
এলাকাবাসীর দাবি, এটি কেবল ব্যানার নিয়ে বিরোধ নয়; বরং দীর্ঘদিন ধরে ওই এলাকায় রাজনৈতিক আধিপত্য ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ চলে আসছিল। সম্প্রতি ব্যানার টানানোকে কেন্দ্র করে সেই উত্তেজনা আরও বেড়ে যায়।
আরও পড়ুন: টঙ্গীর সেই খতিব পুলিশের নিরাপত্তা হেফাজতে, ‘অপহরণ’ গল্প স্বীকারোক্তিতে ভেঙে গেল
প্রত্যক্ষদর্শী মিনহাজুল ইসলাম জানান, রাতের দিকে হঠাৎ গুলির শব্দ শুনে ভয় পেয়ে যাই। বাইরে বের হয়ে দেখি কয়েকজন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, পরে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক বলেন, গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বুকে গুলির আঘাত ছিল। গুলিবিদ্ধসহ মোট আটজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে অভিযান চলছে।





