গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহকে ঢাকায় স্থানান্তর

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ন, ০৭ নভেম্বর ২০২৫ | আপডেট: ৭:৩৭ অপরাহ্ন, ০৭ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে হেলিকপ্টারে করে তাকে চট্টগ্রাম থেকে ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। এর আগে গত বুধবার থেকে তিনি নগরের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

আরও পড়ুন: নতুন বছরের প্রথম দিন পর্দা উঠছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মুখপাত্র শওকত আজম খাজা জানান, “উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে এরশাদ উল্লাহকে ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। চিকিৎসকদের মতে, তিনি বর্তমানে শঙ্কামুক্ত।”

গত বুধবার বিকেলে চান্দগাঁও চালিতাতলী খন্দকারপাড়া এলাকায় নির্বাচনী জনসংযোগের সময় এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হন। এ ঘটনায় তিনি ও আরও পাঁচজন আহত হন। গুলিতে ঘটনাস্থলেই নিহত হন জনসংযোগে অংশ নেওয়া সরোয়ার হোসেন ওরফে বাবলা (৪৩)।

আরও পড়ুন: মুক্ত গণমাধ্যম যেন দায়িত্বহীন না হয়: এম আব্দুল্লাহ

এদিকে এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। র‍্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তাররা হলেন হেলাল হোসেন ওরফে মাছ হেলাল এবং আলা উদ্দিন। তারা দুজনই মামলার এজাহারভুক্ত আসামি।

চট্টগ্রাম-৮ আসনটি চান্দগাঁও ও বোয়ালখালী নিয়ে গঠিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মাঠে নামেন এরশাদ উল্লাহ। গুলিবিদ্ধ হওয়ার পর তার সমর্থকরা এলাকায় বিক্ষোভ মিছিল করেন।