গাজীপুর-৬ আসন বহাল রাখার দাবিতে টঙ্গীতে সড়ক অবরোধ

Sadek Ali
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৫ | আপডেট: ৫:০৬ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুর-৬ আসন (গাজীপুর সিটি কর্পোরেশনের ৩২-৩৯ ও ৪৩-৫৭ নং ওয়ার্ডসমূহ) বহাল রাখার দাবিতে টঙ্গীতে দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিএনপি ও জামায়াতে ইসলামীসহ স্থানীয় সর্বদলীয় নেতাকর্মীরা।

বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড, কলেজ গেট ও গাজীপুরা এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়। এতে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে যাত্রী ও চালকদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

আরও পড়ুন: জমি অধিগ্রহণের প্রতিবাদে ডেমরায় মানববন্ধন

অবরোধ চলাকালে বিক্ষুব্ধ নেতাকর্মীরা হাইকোর্টের বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের পদত্যাগের দাবি জানান।

বিক্ষোভে নেতৃত্ব দেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি ও গাজীপুর-৬ আসনের মনোনয়নপ্রত্যাশী সরকার জাবেদ আহমেদ সুমন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, জাতীয়তাবাদী শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাহ উদ্দিন সরকার, জামায়াতের প্রার্থী ড. হাফিজুর রহমান, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম পাপ্পু সরকার, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক বশির আহমেদ, বিএনপি নেতা জসিম উদ্দিন বাট ও টঙ্গী পূর্ব থানা জামায়াতের আমির নজরুল ইসলামসহ বিএনপি-জামায়াতের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে পেট্রল ঢেলে আগুন

বক্তারা অভিযোগ করেন, “টঙ্গী, গাছা ও পুবাইলের অংশ নিয়ে গঠিত গাজীপুর-৬ আসন বাতিল করে সাধারণ মানুষের ভোটাধিকার ও উন্নয়ন বাধাগ্রস্ত করা হয়েছে। আমরা এই আসন পুনর্বহালের দাবি জানাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চলবে।”

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশীদ বলেন, “আসন পুনর্বহালের দাবিতে দেড় ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”