পঞ্চগড়ে বাড়ছে শীতের আমেজ, একদিনে তাপমাত্রা কমলো দুই ডিগ্রি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:১৮ পূর্বাহ্ন, ১২ নভেম্বর ২০২৫ | আপডেট: ১২:১৩ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে শীতের আমেজ বাড়ছে। সকাল-সন্ধ্যার হিমেল হাওয়ায় ভরপুর বাতাস, মাঠ-ঘাটে জমেছে শিশিরের ছোঁয়া, আর চারপাশ ঘন কুয়াশায় আচ্ছন্ন।

বুধবার (১২ নভেম্বর) সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এর আগের দিন (মঙ্গলবার) একই স্থানে তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ, মাত্র একদিনেই প্রায় দুই ডিগ্রি সেলসিয়াস কমেছে তাপমাত্রা।

আরও পড়ুন: আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করা বাসে আগুন

আবহাওয়া অফিস জানিয়েছে, বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ, ফলে সকাল থেকেই জেলার চারপাশে ঘন কুয়াশা ছড়িয়ে পড়ে। এতে দৃশ্যমানতা কমে যাওয়ায় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হয়।

স্থানীয় অটোচালক ফারুক হোসেন বলেন, সকালে কুয়াশার কারণে কিছু দেখা যায় না, হেডলাইট জ্বালিয়েও রাস্তা বোঝা যায় না। যাত্রীও এখন কম।

আরও পড়ুন: অস্ত্রধারী সন্ত্রাসী দেখা মাত্র এসএমজি দিয়ে ব্রাশফায়ারের নির্দেশ দিলেন সিএমপি কমিশনার

মোটরসাইকেল চালক রবিউল ইসলাম বলেন, সকালে বের হয়েছি জরুরি কাজে, কিন্তু ঠান্ডায় হাত-পা জমে যাচ্ছে মনে হয়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, তাপমাত্রা ক্রমেই কমছে। নভেম্বরের শেষের দিকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। ডিসেম্বরজুড়ে একাধিক শৈত্যপ্রবাহের সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়াবিদরা বলছেন, বর্তমানে বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় সূর্যের আলো ভূপৃষ্ঠে ঠিকভাবে পৌঁছায় না, ফলে রাতে দ্রুত ঠান্ডা পড়ে এবং সকালে ঘন কুয়াশা দেখা দেয়। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই ধরনের আবহাওয়া এখন আরও ঘন ঘন দেখা যাচ্ছে।