মিরপুরে পার্কিং করা বাসে অগ্নিসংযোগ, ধাওয়া খেয়ে যুবকের মৃত্যু
রাজধানীর শাহআলী থানার নবাবেরবাগ উত্তরপাড়া বেড়ীবাঁধ এলাকায় পার্কিং অবস্থায় থাকা কিরণ মালা পরিবহনের একটি বাসে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয়দের ধাওয়া খেয়ে দুজন সন্দেহভাজনের একজন তুরাগ নদীতে ঝাঁপ দিলে পরে তার মৃত্যু হয়।
ঘটনাস্থলে উপস্থিত বাসিন্দারা জানান, রাতের দিকে দুটি যুবক হঠাৎ দাঁড়িয়ে থাকা ঢাকা মেট্রো ব-১৩-১২৬২ নম্বর বাসটিতে আগুন ধরিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে। এলাকাবাসীর চিৎকারে মানুষ ছুটে এসে একজনকে ধরতে সক্ষম হয়। অপরজন নদীতে ঝাঁপ দিয়ে গভীর পানিতে তলিয়ে যায়।
আরও পড়ুন: রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী বাঁচাতে ছয় দফা অঙ্গীকার বাস্তবায়নে জামায়াতের র্যালি
পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সাইয়্যাফ (১৮) নামে ওই তরুণকে মৃত ঘোষণা করেন। তিনি বাংলাদেশ নৌবাহিনী কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এবং মিরপুর-১০ এর পপুলার হাসপাতালের গলিতে তার বাড়ি ছিল।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: দেবীদ্বারের কৃষিতে ফিরেছে সবুজ হাসি
শাহআলী থানার ওসি গোলাম আজম জানান, স্থানীয়রা আগুন দেওয়ার অভিযোগে দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাদের মধ্যে নদীতে ঝাঁপ দেওয়া যুবককে উদ্ধার করলেও হাসপাতালে নিলে তিনি মারা যান। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।





