নাসিরনগরে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
নাসিরনগরে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৪ নভেম্বর (শুক্রবার) বিকালে নাসিরনগর থানার চাতলপাড় গ্রামের বিলের পাড় এলাকার কবরস্থান সংলগ্ন মেঘনা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করে।
আরও পড়ুন: মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত আফনানের মাথার খুলি খুলে রাখা হয়েছে
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মাকছুদ আহম্মদ বলেন, উদ্ধারকৃত ব্যক্তির বয়স ৫০ বছরের বেশি হতে পারে। তিনি জানান, “লাশের হাত-পা বাঁধা ছিল। বিষয়টি দুবাজাইল নৌ–পুলিশ আইনগতভাবে তদন্ত করবে। আমরা তাদের সার্বিক সহযোগিতা করেছি এবং করবো।”
এলাকাবাসীর ধারণা, অজ্ঞাত ওই ব্যক্তিকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: কুমিল্লায় শীতকালীন পিঠা বিক্রির ধুম





