নরসিংদীতে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করলেন খোকন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদী-১ আসনে বিএনপি ঘোষিত প্রার্থী ও বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।
শুক্রবার (১৪ নভেম্বর) দিনব্যাপী নরসিংদীর বড়বাজার ও আশপাশের এলাকায় দলীয় নেতাকর্মীদের সাথে তিনি এই গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। দীর্ঘ ১৭ বছর পর আবারও ধানের শীষ প্রতীকে নিজের জন্য ভোটের মাঠে নামেন বিএনপির এই নেতা।
এসময় তিনি বাজারের বিভিন্ন পট্টির ব্যবসা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চান।
তিনি বলেন, “আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। অতীতে দেশের মানুষ শোষণ ও নিপীড়নের শিকার হয়েছিল, কিন্তু এখন তারা মুক্তভাবে কথা বলতে পারছে। জুলাইয়ের গণঅভ্যুত্থানে স্বৈরাচারী সরকার পালাতে বাধ্য হয়েছে, আর আমরা ফিরে পেয়েছি বাকস্বাধীনতা।”
আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন
পরে তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে নরসিংদী বড়বাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।





