নরসিংদীতে জমি নিয়ে বিরোধ, বৃদ্ধকে পিটিয়ে হত্যা

AK Azad
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ন, ১৫ নভেম্বর ২০২৫ | আপডেট: ৫:২৭ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদীর সদর উপজেলার নজরপুরে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে বারেক গাজী (৭০) ওরফে বারেক ব্যাপারী নামে একবৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে সদর উপজেলার নজরপুর ইউনিয়নের নবীপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি নবীপুর গ্রামের গাজী বাড়ির বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের  সিদ্দিক সরকার, তার ছেলে সাব্বির ও সাব্বিরের মা'র সাথে দীর্ঘদিন ধরে বারেক গাজীর সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল।শনিবার দুপুরে এনিয়ে উভয়পক্ষ তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে সিদ্দিক সরকার ও তার ছেলে সাব্বির দৌঁড়ে গিয়ে লাঠি ও শাবুল নিয়ে এসে বারেক গাজীকে বেধড়ক পেটাতে থাকে। একপর্যায়ে সে গুরুত্বর আহত হয়ে মাটিয়ে লুটিয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করেছে। বাকি দুইজনকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

এঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। একোনো সময় বড় ধরণের সংঘর্ষের আশংকা করা যাচ্ছে।