নান্দাইলে এলজিইডি উপ-সহকারী প্রকৌশলীর ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল, জনমনে ক্ষোভ
ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রকৌশল দপ্তর এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম শফিক উপজেলা এলজিইডি অফিসে ঘুষ নেয়ার ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডিতে রোববার ও সোমবার প্রকাশ হয়ে ব্যাপক ভাইরাল হওয়ায় জনমনে চরম ক্ষোভ দেখা দিয়েছে।
ভিডিওতে দেখা গেছে, জনৈক ঠিকাদারের দেওয়ার একটি ফাইলের ভিতর থেকে ঘুষের টাকা সরিয়ে তার ড্রয়ারের ভিতর রাখতে দেখা যাচ্ছে। উক্ত উপ-সহকারী প্রকৌশলী শফিক দীর্ঘদিন যাবত নান্দাইলে কর্মরত থেকে নান্দাইল এলজিইডি অফিসে বিশেষ একটি সিন্ডিকেট তৈরি করে ঘুষ বাণিজ্য করে যাচ্ছেন বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।
এছাড়া উক্ত উপ-সহকারী তত্বাবধানে থাকা বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্ঠানের কাজে সিডিউল বহির্ভূত কাজ, অনিয়ম ও দুর্নীতিমূলক কাজ হলেও অজ্ঞাত কারণে তিনি সঠিক তদারকি করেননি বলে একাধিক অভিযোগ উঠেছে। উক্ত উপ-সহকারী প্রকৌশলীর তত্বাবধানে থাকা অনেক উন্নয়নমূলক কাজ সিডিউলে থাকা নির্ধারিত সময়ের মধ্যে শেষ না হলেও তিনি নিরব ভূমিকা পালন করছেন, যার কারণে নান্দাইলের উন্নয়নমূলক কাজ সময়মতো শেষ হচ্ছে না এবং উন্নয়নকাজ ব্যাহত হচ্ছে বলে সুধীমহল মত পোষণ করেছেন।
নান্দাইলের উন্নয়নমূলক কাজ ও জনস্বার্থে উক্ত উপ-সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম শফিককে অবিলম্বে অন্যত্র বদলীসহ তদন্তমূলক বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অভিজ্ঞ মহল দাবি জানিয়েছেন।
আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন
এব্যাপারে উপ-সহকারী প্রকৌশলী শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগের জন্য সোমবার নান্দাইল এলজিইডি অফিসে গিয়ে পাওয়া যায়নি। পরে মোবাইল ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করার পরও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।





