গোপালগঞ্জে মহাসড়ক অবরোধ করে ছাত্রলীগের বিক্ষোভ

Any Akter
নেওয়াজ আহমেদ পরশ, গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১:৩৬ অপরাহ্ন, ১৭ নভেম্বর ২০২৫ | আপডেট: ৩:৪৩ অপরাহ্ন, ১৭ নভেম্বর ২০২৫
গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ছাত্রলীগের নেতাকর্মীরা। ছবি: গোপালগঞ্জ প্রতিনিধি
গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ছাত্রলীগের নেতাকর্মীরা। ছবি: গোপালগঞ্জ প্রতিনিধি
আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে গোপালগঞ্জের কাশিয়ানীতে গাছের গুঁড়ি ফেলে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা।সোমবার সকাল পৌনে ৮টার দিকে উপজেলার তিলছড়া বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন তারা।

এতে মহাসড়কের দুইপাশে অনেক যানবাহন আটকা পড়ে। অবরোধ কর্মসূচির এ দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয় ছাত্রলীগের নেতা-কর্মীরা।স্থানীয়রা জানান, সকাল পৌনে ৮টার দিকে উপজেলার তিলছড়া বাজার সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে আওয়ামীলীগ ও ছাত্রলীগের কিছু নেতাকর্মীরা সড়কের পাশে রাখা গাছের গুঁড়ি ফেলে কিছু সময় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

এ সময় মহাসড়কের দুপাশে বেশ কিছু যানবাহন আটকা পড়ে। পরে খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা চলে যায়। পুলিশ গাছের গুঁড়ি সরিয়ে যান চলাচলের স্বাভাবিক করে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন বলেন, কয়েকজন লোক রাস্তায় উঠে অবরোধের চেষ্টা করেছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। তবে তারা অবরোধ কর্মসূচি সফল করতে পারেনি।