ব্যারাকের বাথরুমে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ন, ২৩ নভেম্বর ২০২৫ | আপডেট: ৩:০৫ অপরাহ্ন, ২৩ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম মহানগরের চকবাজার থানার ব্যারাকের বাথরুম থেকে এএসআই অহিদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৩ নভেম্বর) সকালে বাথরুমের ভেতরে গলায় গামছা পেঁচানো অবস্থায় তার মরদেহ দেখতে পান সহকর্মীরা।

আরও পড়ুন: কৃষক দল নেতা খন্দকার নাসিরের অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারেক রহমানের কাছে মহিলা দলনেত্রীর আবেদন

চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) দক্ষিণ জোনের সহকারী কমিশনার তারেক আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন

নিহত মো. অহিদুর রহমান নোয়াখালীর কবিরহাট এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. শহিদুল্লাহ। তিনি চকবাজার থানায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।

সহকর্মীরা জানায়, সকালে দীর্ঘ সময় ধরে বাথরুমের দরজা না খোলায় সন্দেহ হয়। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।

মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।