মানিকগঞ্জে বাউল সম্মেলনের ঘোষণা দিয়ে ফরহাদ মজহার বললেন ‘পেটালে পিটুনি খাব’

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ন, ২৪ নভেম্বর ২০২৫ | আপডেট: ৬:৫১ অপরাহ্ন, ২৪ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাউলশিল্পী আবুল সরকারের গ্রেপ্তার ও মানিকগঞ্জে বাউলদের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন কবি–চিন্তক ফরহাদ মজহার। তিনি জানিয়েছেন, ভবিষ্যতে বাউলদের নিয়ে মানিকগঞ্জে সম্মেলন আয়োজন করবেন।

আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে ফরহাদ মজহার বলেন, “মানিকগঞ্জে যাঁরা নিরীহ বাউলদের পেটাচ্ছেন, আমি থাকব, আমাকে পেটাবেন, আমি পিটুনি খাব। আমরা প্রতিহিংসা করি না, কিন্তু শিক্ষাদান করব।” সমাবেশের আয়োজন করেছিল সাধুগুরুভক্ত ও ওলি-আওলিয়া আশেকান পরিষদ।

আরও পড়ুন: দেবীদ্বারের কৃষিতে ফিরেছে সবুজ হাসি

সমাবেশে আবুল সরকারের স্ত্রী আলেয়া বেগম অভিযোগ করেন, ধর্ম অবমাননার অপবাদ দিয়ে তার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে এবং মানিকগঞ্জে তাদের সন্তানদের ওপরও হামলা চালানো হয়েছে। তিনি আরও বলেন, হামলাকারীরা থানায় অভিযোগ দিয়েছে, কিন্তু পুলিশ তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেনি।

ফরহাদ মজহার সমাবেশে আরও বলেন, “যারা নিরীহ মানুষের ওপর সহিংসতা করে, তারা কখনো রসুলের উম্মত হিসেবে নিজেকে দাবি করতে পারে না। আমাদের ঐতিহ্যের বিরুদ্ধে হামলার বিরুদ্ধে সবাইকে একযোগে লড়াই চালাতে হবে।”

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় গলাকেটে ও গুলি করে সাবেক ছাত্রদলকর্মীকে হত্যা

সমাবেশে গণমাধ্যমকর্মী, বাউলভক্ত, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্বরা বক্তব্য রাখেন। তারা বাউলশিল্পীদের নিরাপত্তা, ন্যায্যতা ও সংস্কৃতির প্রতি সম্মান নিশ্চিত করার দাবি জানান।