শেরপুরে জেল পলাতক হত্যা মামলার আসামি মাসুদ গ্রেফতার
শেরপুর জেলার শ্রীবরদী থানাধীন বিলভরট এলাকা থেকে হত্যা মামলার জেল পলাতক আসামি মো. মাসুদ (২৭)–কে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। বুধবার (২৬ নভেম্বর) ভোর রাত ১টা ৩০ মিনিটের দিকে এটিইউর ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত মাসুদ শ্রীবরদী উপজেলার বিলভরট গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে হত্যা, জেল ভাঙা ও একাধিক মামলার পরোয়ানা ঝুলছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন: ফরিদপুর-১ আসনে খন্দকার নাসিরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, তদন্ত দাবি মহিলা দল নেত্রীর
২০২৩ সালের ৫ এপ্রিল সন্ধ্যায় ১৩ বছর বয়সী ভ্যানচালক মো. জসীমকে হত্যা করে তার ভ্যানগাড়ি নিয়ে পালানোর অভিযোগ রয়েছে মাসুদের বিরুদ্ধে। শ্রীবরদীর ভায়াডাঙ্গা বাজার থেকে বাড়ি ফেরার পথে কথাকাটাকাটির একপর্যায়ে মাসুদ ছুরি দিয়ে জসীমকে হত্যা করে ধানক্ষেতে লাশ ফেলে রেখে ভ্যানটি বিক্রির চেষ্টা করে বলে তদন্তে জানা যায়।
পরে সন্দেহভাজন হিসেবে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। ঘটনার পরদিন জসীমের বড় ভাই রুবেল মিয়া বাদী হয়ে শ্রীবরদী থানায় মামলা দায়ের করেন। আদালতে মাসুদ স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন।
আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন
২০২৩ সালের ২ সেপ্টেম্বর মামলার তদন্ত শেষ করে তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন।
হত্যা মামলায় গ্রেফতারের পর মাসুদ শেরপুর জেলা কারাগারে আটক ছিলেন। তবে ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর উদ্ভূত অস্থিরতার সুযোগে তিনি কারাগার থেকে পালিয়ে যান। এ ঘটনায় কারা কর্তৃপক্ষ শেরপুর সদর থানায় আরেকটি মামলা করে।
এ ছাড়া মাসুদের বিরুদ্ধে শ্রীবরদী থানার আরও দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে (জিআর–২৮৭/২১, জিআর–৭৭/২৩)।
এটিইউ জানায়, দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন এলাকায় আত্মগোপন করছিলেন। গ্রেফতারের পর তাকে শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে।





