নরসিংদীতে ইয়াবাসহ মাদক কারবারি আটক

Sadek Ali
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ১:৪২ অপরাহ্ন, ০২ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২:৩৬ অপরাহ্ন, ০৮ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদীর রায়পুরা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক কারবারিকে আটক করেছেন রায়পুরা থানা পুলিশ। 

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে রায়পুরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেন। 

আরও পড়ুন: পঞ্চগড়ে টানা তিন দিন ১০ ডিগ্রি, শীতের তীব্রতা বেড়েছে

আটককৃত ব্যক্তির নাম মো. সুজন মিয়া (২৬)। সে উপজেলার চরমরজাল গ্রামের রফিকুল ইসলামের ছেলে। এসময় তার কাছ থেকে ১৭৫  (একশত পচাত্তর) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে পুলিশ পরিদর্শক প্রবীর কুমার ঘোষের নেতৃত্বে উপপরিদর্শক সোহরাব হোসেন সহ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চরমরজাল কান্দাপাড়া এলাকা হতে মাদক কারবারি সুজন মিয়াকে গ্রেফতার করে। এসময় তার কাছ ১৭৫ (একশত পচাত্তর) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হন। 

আরও পড়ুন: নগরকান্দায় পবিত্র কাবা শরিফ অবমাননার প্রতিবাদে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

পরিদর্শক (তদন্ত) প্রবীর ঘোষ জানান, মাদক, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, মাদক কারবারিদের গ্রেফতার এবং সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় চরমরজাল গ্রাম হতে চিহ্নিত মাদক কারবারি সুজন মিয়াকে মাদক সহ গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, গ্রেফতারকৃত মাদক কারবারি সুজনের বিরুদ্ধে ইতিপূর্বে মাদক আইনে মামলা রয়েছে এবং এ সংক্রান্ত থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।