শরীয়তপুরে গণঅধিকার পরিষদের বর্ণাঢ্য গণমিছিল

Sanchoy Biswas
মিরাজ পালোয়ান, শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ন, ০১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৬:৫৭ অপরাহ্ন, ১০ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট ফিরোজ আহমেদ মুন্সীর নেতৃত্বে এক বর্ণাঢ্য গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) বিকেল ৪টায় ঢাকা-শরীয়তপুর সড়কের রাজগঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকা থেকে গণমিছিলটি শুরু হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয় (ডিসি অফিস) চত্বরে গিয়ে মিছিলটি শেষ হয়।

আরও পড়ুন: কাশিয়ানীতে শ্রেষ্ঠ ‘অদম্য নারী পুরস্কার’ পেলেন রোকেয়া বেগম

মিছিলে শরীয়তপুর জেলা ছাত্র, যুব ও গণঅধিকার পরিষদের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন হাতে অংশ নেন এবং ট্রাক প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার জন্য বিভিন্ন শ্লোগান দেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ট্রাক প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট ফিরোজ আহমেদ মুন্সী। তিনি বলেন, “আমি রাজনীতি করি মানুষের অধিকার আদায়ের জন্য। শরীয়তপুর-১ আসনের জনগণ পরিবর্তন চায়, তারা উন্নয়ন, ন্যায়বিচার ও আধুনিক শরীয়তপুর চায়। যদি জনগণ আমাকে সুযোগ দেন, তাহলে আমি আধুনিক, সেবা–সমৃদ্ধ, দুর্নীতিমুক্ত শরীয়তপুর গঠনে কাজ করবো। শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষা পরিবেশ, তরুণদের জন্য কর্মসংস্থান ও কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করাই হবে আমার প্রধান অঙ্গীকার।”

আরও পড়ুন: গোবিন্দগঞ্জে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ২ লাখ টাকা জরিমানা

তিনি আরও বলেন, “সড়ক-যোগাযোগ, স্বাস্থ্যসেবা এবং জনজীবনের সমস্যাগুলো সমাধান করতে পারলেই একটি আধুনিক জেলা গড়ে তোলা সম্ভব। আমি রাজনীতি করি জনগণের পাশে দাঁড়ানোর জন্য, ক্ষমতার জন্য নয়।”

অ্যাডভোকেট ফিরোজ আহমেদ মুন্সী সকলকে শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে এবং গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

গণঅধিকার পরিষদ, শরীয়তপুর জেলা ছাত্র, যুব ও গণঅধিকার পরিষদ এ গণমিছিলের আয়োজন করে।