মধ্যরাতে বৃহত্তর চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:১৩ পূর্বাহ্ন, ০২ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৮:১৩ পূর্বাহ্ন, ০২ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কক্সবাজার, পার্শ্ববর্তী পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রাম নগরে হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটে কয়েক সেকেন্ডের জন্য এই কম্পন অনুভূত হয়। কক্সবাজার শহর, উখিয়া এবং চকরিয়াসহ বিভিন্ন স্থানে মানুষ কম্পন টের পেয়ে ঘর থেকে বের হয়ে আসেন। যদিও কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য এখনো পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানায়, ভূকম্পনের মাত্রা তেমন শক্তিশালী ছিল না, তবে রাতের অপ্রস্তুত সময়ে হওয়ায় কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

আরও পড়ুন: কাশিয়ানীতে শ্রেষ্ঠ ‘অদম্য নারী পুরস্কার’ পেলেন রোকেয়া বেগম

ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৯। উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাগাইং অঞ্চলের নাচুয়াং এলাকায়। একই মাত্রা ও উৎপত্তিস্থলের তথ্য নিশ্চিত করেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসও।

সোমবারের এই কম্পনসহ গত ২১ নভেম্বর থেকে এখন পর্যন্ত অষ্টমবারের মতো ভূমিকম্প অনুভূত হলো বাংলাদেশে। প্রথমটি হয়েছিল নরসিংদী এলাকায় ৫.২ মাত্রার কম্পনে, যা সারা দেশকে কাঁপিয়ে দিয়েছিল। এরপর থেকে টানা ছোট ছোট ভূমিকম্প অনুভূত হচ্ছে বিভিন্ন অঞ্চলে।

আরও পড়ুন: গোবিন্দগঞ্জে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ২ লাখ টাকা জরিমানা