হবিগঞ্জ-৫ নম্বর কূপ থেকে দৈনিক ২৬ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ শুরু
বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানী লিমিটেড (বিজিএফসিএল)-এর অধীনস্থ হবিগঞ্জ-৫ নম্বর কূপের ওয়ার্কওভার কাজ সম্পন্ন হওয়ার পর কূপটি থেকে দৈনিক প্রায় ২৬ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। এর মাধ্যমে পূর্বের চেয়ে অতিরিক্ত ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রতিদিন জাতীয় গ্রিডে যোগ হওয়া সম্ভব হয়েছে, যা দেশের জ্বালানি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পেট্রোবাংলার আওতাধীন বিজিএফসিএল তিতাস, হবিগঞ্জ, বাখরাবাদ ও মেঘনা গ্যাস ফিল্ডে মোট ৭টি কূপে ওয়ার্কওভার করার লক্ষ্যে গ্যাস উন্নয়ন তহবিল (জিডিএফ) এবং প্রতিষ্ঠানের নিজস্ব অর্থায়নে “তিতাস, হবিগঞ্জ, বাখরাবাদ এবং মেঘনা ফিল্ডে ৭টি কূপ ওয়ার্কওভার” প্রকল্প গ্রহণ করে।
আরও পড়ুন: পঞ্চগড়ে টানা তিন দিন ১০ ডিগ্রি, শীতের তীব্রতা বেড়েছে
প্রকল্পের অংশ হিসেবে হবিগঞ্জ-৫ নম্বর কূপের ওয়ার্কওভার কাজ সম্পাদন করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানী লিমিটেড (বাপেক্স) তাদের ‘বিজয়-১১’ রিগ ব্যবহার করে।
কূপটি ১৯৮৮ সালে দিকনির্দেশিত পদ্ধতিতে ৩৫২১ মিটার গভীরতায় খনন করা হয়। ওয়ার্কওভারের আগে কূপটির উৎপাদন ছিল দৈনিক ১৪ মিলিয়ন ঘনফুট, চাপ ১৫২১ পিএসআই। ওয়ার্কওভার চলাকালে নতুন কমপ্লিশন স্ট্রিং, এক্স-ম্যাস ট্রি ও সাব-সারফেস সেফটি ভাল্ভ স্থাপন করা হয়, যা কূপের উৎপাদনক্ষমতা ও নিরাপত্তা বৃদ্ধি করবে।
আরও পড়ুন: নগরকান্দায় পবিত্র কাবা শরিফ অবমাননার প্রতিবাদে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
গত ২৪ অক্টোবর ২০২৫ তারিখে ওয়ার্কওভার কাজ শুরু হয় এবং ২ ডিসেম্বর ২০২৫ শেষ হয়। এরপর ৩ ডিসেম্বর ২০২৫ থেকে কূপটি নতুন সক্ষমতায় গ্যাস উৎপাদন শুরু করে এবং তা জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।





