শাহ মখদুম বিমানবন্দরে তথ্য অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ন, ১১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৭:৪৮ অপরাহ্ন, ১১ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর জনসংযোগ বিভাগের উদ্যোগে শাহ মখদুম বিমানবন্দর, রাজশাহীতে তথ্য অধিকার বিষয়ক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আয়োজিত এ প্রশিক্ষণে বিমানবন্দরের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

অনলাইনে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিক (BSP, GUP, ndc, afwc, acsc, psc)। তিনি প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, তথ্য অধিকার আইন সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার কার্যকর মাধ্যম। নাগরিকদের সিদ্ধান্ত গ্রহণ এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিতে তথ্যের অবাধ প্রবাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আরও পড়ুন: ৪২ ফুট গভীরেও মিলল না শিশু সাজিদের খোঁজ, গর্ত আরও ১০ ফুট খননের সিদ্ধান্ত

তিনি আরও বলেন, সঠিকভাবে তথ্য প্রদানের সংস্কৃতি প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জনআস্থা বৃদ্ধিতে সহায়ক। বেবিচক তার নিজস্ব চ্যানেলের মাধ্যমে আইন অনুযায়ী প্রকাশযোগ্য তথ্য নিয়মিতভাবে জনগণের কাছে সরবরাহ করে আসছে, যা প্রতিষ্ঠানটির প্রতি আস্থা অটুট রাখতে সহায়তা করে।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বেবিচকের পরিচালক (প্রশাসন) জনাব আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী এবং সহকারী পরিচালক (জনসংযোগ) জনাব মুহাম্মাদ কাউছার মাহমুদ। প্রশিক্ষণ পরিচালক ছিলেন বিমানবন্দর ব্যবস্থাপক জনাব মোসাঃ দিলারা পারভীন। সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন চেয়ারম্যানের একান্ত সচিব জনাব মোঃ নিজাম উদ্দিন এবং সিনিয়র অফিসার (প্রশাসন–২) জনাব আহসান হাবীব।

আরও পড়ুন: র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বর্ণালঙ্কার লুট

প্রশিক্ষণের সফলতা কামনা করে প্রধান অতিথি তার বক্তব্য শেষ করেন।