ভৈরবে নিজ বাড়ির গেইটের নৌকার ডিজাইন অপসারণ করলেন আওয়ামী নেতা

Sadek Ali
আশিকুর রহমান
প্রকাশিত: ১১:৫১ পূর্বাহ্ন, ১২ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১:৩০ অপরাহ্ন, ১২ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরব উপজেলা আওয়ামী লীগের দীর্ঘদিনের সভাপতি সায়দুল্লাহ মিয়ার বাড়ির গেইটে থাকা নৌকার আদলে তৈরি একটি নৌকার তোরণ অপসারণ করেছেন বলে জানা গেছে। জুলাই গণআন্দোলনে আওয়ামী লীগ সরকারের পটপরিবর্তন হওয়ায় তিনি সম্প্রতি শ্রমিক দিয়ে এই নৌকা অপসারণ করিয়েছেন। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানান আলোচনা তৈরি হয়েছে।

স্থানীয়রা বলেন, দলের বর্তমান পরিস্থিতি এবং রাজনৈতিক পরিবেশে পরিবর্তন আসায় তিনি নিজ উদ্যোগে প্রতীকটি ভেঙে ফেলেছেন। দীর্ঘ সময় উপজেলা আওয়ামী লীগের শীর্ষ পদে থাকার কারণে তিনি এলাকায় যথেষ্ট রাজনৈতিক প্রভাব ভোগ করেছেন বলেও অনেকে মত দিয়েছেন।

আরও পড়ুন: শিশু সাজিদের জানাজায় হাজারো মানুষের ঢল, দাফন সম্পন্ন

এদিকে ২০২৪ সালের ৫ আগস্টের পর ভৈরব উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের কয়েকজন নেতা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বেশ কিছু নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়। ওই মামলাগুলোতে ভৈরব পৌর ও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাদের নামে থাকলেও ভৈরব উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বিসিবির চেয়ারম্যান পাপনের ঘনিষ্ঠ সহচর প্রভাবশালী নেতা সায়দুল্লাহ মিয়ার নাম বাদ পড়ায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

তারা আরও জানান, যদি সায়দুল্লাহ মিয়ার মত প্রভাবশালী নেতার আওয়ামী লীগ সরকারের আমলে কোনো ভূমিকা না থাকে এবং মামলা থেকে বাদ দেওয়া হয়, তাহলে যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে ওইসব নেতাদের দায় বা দোষ কী ছিল? এসব মামলার পেছনে "মামলা বাণিজ্য" বা "নির্বাচনোত্তর চাপ" কাজ করেছে কি না—তা নিয়েও জনমনে নতুন করে আলোচনা চলছে।

আরও পড়ুন: তফসিলকে স্বাগত জানিয়ে নরসিংদীতে বিএনপির আনন্দ মিছিল

তবে এ বিষয়ে আওয়ামী লীগ নেতা সায়দুল্লাহ মিয়ার কোন বক্তব্য পাওয়া যায়নি এবং সংশ্লিষ্ট রাজনৈতিক পক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য প্রদান করেনি।