তফসিলকে স্বাগত জানিয়ে নরসিংদীতে বিএনপির আনন্দ মিছিল
ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় প্রধান নির্বাচন কমিশনক (সিইসি) শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নরসিংদী জেলা ও শহর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছেন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে আনন্দ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নরসিংদী রেলওয়ে স্টেশনে এসে শেষ হয়। পরে
আরও পড়ুন: শিশু সাজিদের জানাজায় হাজারো মানুষের ঢল, দাফন সম্পন্ন
দলী নেতাকর্মীরা এক সংক্ষিপ্ত সমাবেশে ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যথা সময়ে অনুষ্ঠিত হওয়ার ঘোষণা করায় প্রধান নির্বাচন কমিশনকে (সিইসি) শুভেচ্ছা, অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
এসময় জেলা ও শহর বিএনপি এবং সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেন।
আরও পড়ুন: ভৈরবে নিজ বাড়ির গেইটের নৌকার ডিজাইন অপসারণ করলেন আওয়ামী নেতা
জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে ভোট গ্রহণ ও গণভোট একসাথে অনুষ্ঠিত হবে আগামী বছরের ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও হবে এ দিন। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।
এসময় সিইসি জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর।মনোনয়নপত্র বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি এবং নির্বাচনী প্রচারণা ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত।





