নতুন বাংলাদেশ গড়ার ভিত্তি হিসেবে গণভোট কাজ করবে: প্রধান উপদেষ্টা ইউনূস
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন সাধারণ নির্বাচনের সঙ্গে একইসঙ্গে গণভোট অনুষ্ঠিত হবে, যা আগামীর বাংলাদেশ গড়ার ভিত্তি হিসেবে কাজ করবে। গণভোটের মাধ্যমে যে নতুন ভিত্তি তৈরি হবে তা শতবর্ষ ধরে জাতিকে এগিয়ে নিয়ে যাবে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে নতুন দায়িত্বপ্রাপ্ত ৬৪ জেলার পুলিশ সুপারদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন ড. ইউনূস।
আরও পড়ুন: বিমানবাহিনীতে আসছে ‘ইউরোফাইটার টাইফুন’ যুদ্ধবিমান
তিনি বলেন, এবারের নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়; জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগের বিনিময়ে এই নির্বাচন আয়োজিত হচ্ছে। গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম এবং আসন্ন নির্বাচনের মাধ্যমে সেই স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে নেওয়া হবে।
প্রধান উপদেষ্টা আরও বলেন, আগামী নির্বাচনে বিদেশ থেকে অনেক প্রতিনিধি এবং নির্বাচন পর্যবেক্ষক আসবেন। তারা যেন এই নির্বাচনকে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য দৃষ্টান্ত হিসেবে সারা বিশ্বের কাছে উপস্থাপন করতে পারেন, সেই লক্ষ্যে পুলিশ সুপারদের সতর্ক থাকতে হবে।
আরও পড়ুন: অজ্ঞাতনামা লাশ হেফাজতে মৃত্যু আর মবে দেশজুড়ে মানবাধিকারের নাজুক পরিস্থিতি
ড. ইউনূস বলেন, অতীতের নির্বাচনের অভিজ্ঞতা থেকে আমরা অনেক শিক্ষা পেয়েছি। এবার পুলিশ বাহিনীর দায়িত্ব হলো একটি নতুন মানদণ্ড তৈরি করা, যাতে নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়।
তিনি পুলিশ সদস্যদের কাজের মান উন্নয়নের জন্য জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতার ব্যবস্থা এবং পুরস্কার প্রদানের পরামর্শও দেন।





