ময়মনসিংহে পাঁচতলা ভবন হেলে পড়ায় আতঙ্ক, বাসিন্দারা সরিয়ে নেওয়া হলো

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৫৮ পূর্বাহ্ন, ১৪ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৭:৫৮ পূর্বাহ্ন, ১৪ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহ নগরীর গুলকীবাড়ি এলাকায় একটি বহুতল ভবনের নির্মাণকাজ চলাকালে পাশের একটি পাঁচতলা আবাসিক ভবন হেলে পড়ার ঘটনা ঘটেছে। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়লে নিরাপত্তার স্বার্থে ভবনটির বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গ্রীনল্যান্ড ডেভেলপার প্রাইভেট লিমিটেড নামের একটি নির্মাণ প্রতিষ্ঠান সেখানে ২০ তলা ভবনের পাইলিং কাজ করছিল। কাজ চলাকালে পাশের পাঁচতলা ভবনটি একদিকে কাত হয়ে পড়ে এবং ভবনের সামনের ও পাশের অংশে ফাটল দেখা দেয়।

আরও পড়ুন: ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে কাপাসিয়ার উন্নয়নের অংশীদার হউন: শাহ রিয়াজুল হান্নান

হঠাৎ ভবন হেলে পড়ায় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন। পরে ঝুঁকি এড়াতে ভবনটি খালি করে দেওয়া হয় এবং হেলে পড়া ঠেকাতে ডেভেলপার প্রতিষ্ঠানকে জরুরি ভিত্তিতে মাটি ভরাট করে সাপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

হেলে পড়া ভবনের ভাড়াটিয়া শিলা রানী জানান, ভবনটি কাত হতে দেখে তারা ভয়ে বাসা ছাড়তে বাধ্য হয়েছেন। প্রশাসনের নির্দেশে আপাতত আত্মীয়ের বাড়িতে চলে যাচ্ছেন বলেও জানান তিনি।

আরও পড়ুন: হাদির ওপর হামলাকারীর শেকড় উপড়ে ফেলা হবে: অ্যাটর্নি জেনারেল

ভবনের মালিকের ভাই রফিকুল ইসলাম লিটন অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে পাশের ভবনের নির্মাণকাজ অপরিকল্পিতভাবে চলছিল। এর ফলেই তাদের পাঁচতলা ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়েছে। ভবনের দেয়ালে ফাটল ধরেছে এবং যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

কোতোয়ালি মডেল থানার এএসআই লাল মিয়া জানান, ২০ তলা ভবনের পাইলিং কাজের সময় পাশের পাঁচতলা ভবনটি হেলে পড়েছে। নিরাপত্তার স্বার্থে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে গ্রীনল্যান্ড ডেভেলপার প্রাইভেট লিমিটেডের প্রকৌশলী আবু সাঈদ বলেন, পাইলিং কাজের কারণে ভবনটি হেলে পড়েনি। অন্য কোনো কারণে এমনটি হয়েছে। তবুও প্রশাসনের নির্দেশনা অনুযায়ী ঝুঁকি কমাতে তারা মাটি ভরাট করে ভবনটিকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছেন।