নরসিংদীতে মাদক ও সন্ত্রাসরোধে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

Sanchoy Biswas
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ন, ১৯ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৯:০১ অপরাহ্ন, ১৯ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদীর সদর উপজেলার দূর্গম চরাঞ্চলে মাদক ও সন্ত্রাস থেকে যুব সমাজকে রক্ষা করার জন্য একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে সদর উপজেলার করিমপুর ইউনিয়নের শ্রীনগর ফুটবল খেলার মাঠে ‘শ্রীনগর মধ্যপাড়া ফুটবল টুর্নামেন্ট’ নামের এই আয়োজন করা হয়।

আরও পড়ুন: মনজুর এলাহী'র উপরই তৃণমূলে আস্থা, রাজনীতির মাঠে বাড়ছে জনপ্রিয়তা

উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. তোফায়েল আসগর-এর সভাপতিত্বে, ছাত্রনেতা ইবনে আদিল শশীর সঞ্চালনায় এবং টুর্নামেন্টের সমন্বয়ক মো. শেখ ফরিদ মিয়ার উপস্থিতিতে টুর্নামেন্ট উদ্বোধন করেন জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুর রউফ ফকির (রনি)।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ক্রীড়া সংস্থার সদস্য মো. আওলাদ হোসেন মোল্লা। বিশেষ অতিথি ছিলেন শহর শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মোক্তার হোসেন প্রমুখ। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ছিলেন মো. বেলায়েত হোসেন।

আরও পড়ুন: সিলেটের কোম্পানীগঞ্জে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন শ্রীনগর মধ্যপাড়া একাদশ বনাম শ্রীনগর মুন্সিবাড়ি একাদশ। জেলার বিভিন্ন প্রান্ত থেকে দীর্ঘদিন পরে গ্রামবাংলার প্রাণবন্ত ফুটবল খেলা উপভোগ করতে হাজির হন হাজার হাজার দর্শক। ৯০ মিনিটের খেলায় শ্রীনগর মুন্সিবাড়ি একাদশ ২-১ গোলে শ্রীনগর মধ্যপাড়া একাদশকে পরাজিত করে।

ফুটবল খেলা দেখতে আসা সত্তরঊর্ধ্ব এক বৃদ্ধ বলেন, “এখন গ্রাম-গঞ্জ থেকে ফুটবল খেলা উঠে গেছে। ছেলে-পেলেরা এখন খেলাধূলা বাদ দিয়ে মোবাইলে আসক্ত হয়ে পড়েছে। দীর্ঘদিন পর হলেও এ ধরনের ফুটবল খেলার আয়োজনের জন্য তাদের ধন্যবাদ জানাই।”