শরীয়তপুরে শহীদ হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া

Sanchoy Biswas
মিরাজ পালোয়ান, শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ন, ১৯ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৭:৫৩ অপরাহ্ন, ১৯ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শরীয়তপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই বিপ্লবী শহীদ শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে সদরের আংগারিয়া উসমানিয়া কওমিয়া আরাবিয়া মাদরাসা জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু বকর।

এ সময় শরীয়তপুর-১ এনসিপির মনোনীত এমপি প্রার্থী মো. আব্দুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির, এনসিপির প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট রুহুল আমিন, যুগ্ম সমন্বয়কারী জাকির হোসেন মিন্টু (আদর), যুবশক্তির আহ্বায়ক কাওসার মৃধা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোরশেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সিলেটের কোম্পানীগঞ্জে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

শরীয়তপুর-১ এনসিপির মনোনীত এমপি প্রার্থী মো. আব্দুর রহমান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় ভাই ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হাদি ভাই শহীদ হয়েছেন। ২৪-এর জুলাই আন্দোলনের পর একটি অংশ ২৪-কে বিক্রি করতে চেয়েছিল, কিন্তু হাদি ছিল সম্পূর্ণ ব্যতিক্রম; তিনি জুলাইকে ধারণ করেছিলেন। তিনি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আমরা তাঁর জন্য দোয়া চাই এবং তিনি যে আদর্শ ছড়িয়ে দিতে চেয়েছিলেন, আমরা সেই আদর্শ ধারণ করব।

তিনি আরও বলেন, হাদি ভাইয়ের শহীদের বিষয়টিকে কেন্দ্র করে বিভিন্ন মহল ফায়দা লুটতে চাইবে। প্রথম আলো ও ডেইলি স্টারে আক্রমণ হয়েছে। বিশেষ করে ভারত চায় এই ধরনের ঘটনা ঘটুক, যাতে তারা আমাদের দেশকে জঙ্গিবাদী হিসেবে দেখাতে পারে—এটা তাদের একটি পাতা ফাঁদ। আমরা কোনো ফাঁদে পা দেব না। আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করব, আমরা ঐক্যবদ্ধ থাকব। আমরা ঈমানি বলিয়ান ও দেশপ্রেম নিয়ে এগিয়ে যাব।

আরও পড়ুন: নরসিংদীতে মাদক ও সন্ত্রাসরোধে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত