চাঁদপুরে মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ৮, আহত অনেকে

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৫২ পূর্বাহ্ন, ২৬ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১২:০৬ অপরাহ্ন, ২৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চাঁদপুরে মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে দুই লঞ্চের সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত আনুমানিক ২টার দিকে চাঁদপুর সদর উপজেলার হরিনা এলাকায় মেঘনা নদীতে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: লঞ্চ–বাল্কহেড সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন সহস্রাধিক যাত্রী

চাঁদপুর বিআইডব্লিউটিএর (ইওডঞঅ) উপ-পরিচালক (ট্রাফিক) বাবু লাল বৈদ্য জানান, নদীতে ঘন কুয়াশার কারণে নৌ চলাচল ব্যাহত হচ্ছিল। এই অবস্থায় হঠাৎ দুটি লঞ্চ—জাকির সম্রাট-৩ ও অ্যাডভেঞ্চার-৯—সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ৮ জনের মৃত্যু ঘটে এবং অনেকে আহত হন।

তিনি আরও জানান, দুর্ঘটনার সময় লঞ্চ দুটি কোন গন্তব্যে যাত্রা করছিল তা নিশ্চিতভাবে বলা যায়নি। তাই নিহতদের নাম পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয় কর্তৃপক্ষ আহতদের স্বাস্থ্য পরীক্ষা ও জরুরি চিকিৎসার ব্যবস্থা করছে।

আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে এক রাতে দুই অগ্নিকাণ্ড, পুড়ল হাসপাতাল ও বসতঘর

ঘন কুয়াশা ও সীমিত দৃশ্যমানতার কারণে নদীতে চলাচলে সতর্কতার অভাব এই দুর্ঘটনার মূল কারণ হিসেবে প্রাথমিকভাবে ধরা হচ্ছে।