আশুলিয়ায় জমি দখলের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
ঢাকার আশুলিয়ায় পৈত্রিক সূত্রে পাওয়া জমি অবৈধভাবে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আশুলিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন মো. আহসানুল্লাহ সরকার।
অভিযোগ সূত্রে জানা যায়, মো. আহসানুল্লাহ সরকার আশুলিয়া থানাধীন বাইপাইল মৌজার সিএস ও এসএ ৩৩৭, আরএস ৭৮০ এবং বিআরএস ৯২০৭, ৯২১৭, ৯২১৮ ও ৯২০৪ নম্বর দাগে মোট ২৫ শতাংশ জমির বৈধ মালিক। পৈত্রিক ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ওই জমি দীর্ঘদিন ধরে তিনি ভোগদখলে রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত আফনানের মাথার খুলি খুলে রাখা হয়েছে
অভিযোগে বলা হয়, জহিদুজ্জামান (৬৫) নামের এক ব্যক্তি অজ্ঞাতনামা কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে ওই জমি অবৈধভাবে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। এ সময় অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়। এরই ধারাবাহিকতায় গত ৩১ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা আনুমানিক সাতটার দিকে অভিযুক্তরা জমিতে অবৈধভাবে প্রবেশ করে জহিদুজ্জামানের নামীয় একটি সাইনবোর্ড স্থাপন করেন।
পরদিন ১ জানুয়ারি ২০২৬ সকালে লোকমারফত খবর পেয়ে জমিতে গিয়ে ওই সাইনবোর্ড দেখতে পান বলে অভিযোগ করেন আহসানুল্লাহ সরকার। তাঁর দাবি, অভিযুক্ত ও তাঁর সহযোগীরা জমিটি জোরপূর্বক দখলের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এতে তিনি যেকোনো সময় অপূরণীয় ক্ষতির আশঙ্কা করছেন।
আরও পড়ুন: কুমিল্লায় শীতকালীন পিঠা বিক্রির ধুম
অভিযোগকারী আরও জানান, ঘটনার বিষয়টি প্রথমে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পরিবারের সদস্যদের অবহিত করে সমাধানের চেষ্টা করা হয়। তবে কোনো সুরাহা না হওয়ায় পরে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে জহিদুজ্জামান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা কয়েকজন মিলে ৬ দশমিক ২৫ শতাংশ জমি কিনেছি। ওই জমির খাজনা-খারিজও করা হয়েছে। যদি তাঁর কোনো অভিযোগ থাকে, তাহলে তিনি কাগজপত্র নিয়ে আমাদের সঙ্গে বসলে বিষয়টি পরিষ্কার হবে।’
এ প্রসঙ্গে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবেল হাওলাদার বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





