গরবিনী মা সম্মাননার ১ যুগ

Sadek Ali
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ন, ০৭ মে ২০২৫ | আপডেট: ৯:১৬ অপরাহ্ন, ১২ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

১১ মে রোববার বিশ্ব মা দিবস। এ উপলক্ষে রাজধানীর ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ হাসপাতালের বিশেষ উদ্যোগ- গরবিনী মা সম্মাননা এ বছর এক যুগ পূর্তি উদ্‌যাপন করতে যাচ্ছে! বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ১২ জন গুণী ব্যক্তিদের মায়েদের এই সম্মাননা প্রদান করা হবে । আগামী ১১ মে অনুষ্ঠিতব্য এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের জেষ্ঠ্য উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসাইন । 

প্রশাসন, আইন ও বিচার, শিক্ষা, অর্থনীতি, আইন শৃঙ্খলা, চিকিৎসা, প্রকৌশল, সাংবাদিকতা, সংগীত, অভিনয় ( নারী ও পুরুষ) এবং বিশেষ ক্যাটাগরি অদম্য মেধাবী শিক্ষার্থী এর মায়েদের এই পুরস্কার প্রদান করা হবে। 

আরও পড়ুন: বউ পেটানোর শীর্ষে বরিশাল

এবছর- সংগীত এ জাতীয় পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী কনার মা, চলচ্চিত্র অভিনেতা সজল এর মা এবং অভিনেত্রী ও মডেল সুমাইয়া শিমু এর মাকে গরবিনী মা সম্মাননা- ২০২৫ প্রদান করা হবে!

ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও গরবিনী মা সম্মাননার প্রধান উদ্যোক্তা ডা. আশীষ কুমার চক্রবর্তী জানান- গরবিনী মা সম্মাননা ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল এর একটি সামাজিক উদ্যোগ । এখানে কোনও মরণোত্তর সম্মাননা প্রদান করা হয় না । 

আরও পড়ুন: আজ বিশ্ব মা দিবস

মা তাঁর জীবদ্দশায় সন্তানের সাফল্যের জন্য পুরস্কৃত হন!