মেয়াদোত্তীর্ণের ২ মাস পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ঢাবি ছাত্রলীগের

Any Akter
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৬ অপরাহ্ন, ১৯ ফেব্রুয়ারী ২০২৪ | আপডেট: ৬:২৪ পূর্বাহ্ন, ১৯ ফেব্রুয়ারী ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ২৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ,সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন এবং সাধারণ সম্পাদক মোঃ তানভীর হাসান সৈকতের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

আরও পড়ুন: কুমিল্লা মেডিকেল কলেজ দিবস ২০২৪ পালিত

ঘোষিত কমিটিতে সহ-সভাপতি পদে ৬১ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১১ জন, সাংগঠনিক সম্পাদক পদে ১১ জন এবং অন্যান্য সম্পাদকীয় পদে ৩৬ জন রয়েছেন। এছাড়াও উপ-সম্পাদক পদে ১৩৯ জন, সহ-সম্পাদক পদে ১০ জন এবং সদস্য পদে ১১ জন স্থান পেয়েছেন।

উল্লেখ্য, ২০২২ সালের ২০ ডিসেম্বর মাজহারুল কবির শয়নকে সভাপতি ও তানভীর হাসান সৈকতকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ছাত্রলীগের সুপার ইউনিট খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছিল। গত বছরের ২০ ডিসেম্বর এই কমিটি মেয়াদোত্তীর্ণ হয়। এর প্রায় ২ মাস পর পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা করা হলো। অপূর্ণাঙ্গ কমিটি নিয়ে এতদিন সভাপতি ও সাধারণ সম্পাদককে ঘিরেই পরিচালিত হয়ে আসছিল শাখাটির যাবতীয় কার্যক্রম।

আরও পড়ুন: বিশ্বজয়ী হাফেজ বশিরকে সংবর্ধনা দিলো ছাত্রলীগ