মেহেরপুরে শাপলা তুলতে গিয়ে একই পরিবারের চার শিশুর মৃত্যু
মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের চার শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার মসুরিভাজা বিল এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত চার শিশুর নাম হলো— অষ্টম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা (১৪) ও মিম (১৪) এবং চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আফিয়া (১০) ও আলসিয়া (১০)। তারা দুই ভাই মজিবর রহমান ও শাহারুল ইসলামের কন্যা।
আরও পড়ুন: টঙ্গীতে তুলার গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে শিশুরা একসঙ্গে বিলের শাপলা তুলতে যায়। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে তাদের খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিলের পানিতে তাদের দেহ ভাসতে দেখে এলাকাবাসী চিৎকার শুরু করে। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুশরীর উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
স্থানীয় ইউপি সদস্য মজনু বলেন, "এটি খুবই হৃদয়বিদারক ঘটনা। এমন মৃত্যু আমাদের পুরো এলাকাকে স্তব্ধ করে দিয়েছে।"
আরও পড়ুন: নোয়াখালীতে ট্রাক চাপায় নিহত ৬
পরিবারের সদস্যরা জানিয়েছেন, "ওরা সবাই মিলে ফুল তুলতে গিয়েছিল, আর একসঙ্গেই চলে গেল।"
শিশুদের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসনের পক্ষ থেকেও সহানুভূতি জানানো হয়েছে এবং এ ধরনের দুর্ঘটনা এড়াতে স্থানীয় জলাশয়গুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানানো হয়েছে।





