জুলাই অভ্যুত্থানে নিহত আহত পরিবারকে তারেক রহমানের পক্ষে ড. এম এ কাইয়ুমের সহায়তা

Sanchoy Biswas
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ন, ০৯ নভেম্বর ২০২৫ | আপডেট: ৯:৪০ অপরাহ্ন, ০৯ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহত পরিবারের সদস্যদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে, প্রতিমাসের মতো আর্থিক উপহার তুলে দেন ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম। এ উপলক্ষে বাড্ডা বিএনপি কার্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাই ছাত্র গণঅভ্যুত্থানে নিহত ১৮ জনের পরিবারের সদস্যরা।

ঢাকা মহানগর বিএনপি উত্তরের সাবেক আহবায়ক এবং ঢাকা-১১ আসনের প্রার্থী ড. এম এ কাইয়ুম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও জুলাই শহীদ পরিবারের সদস্যরাও বক্তব্য রাখেন।

আরও পড়ুন: আরও ১৪ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ


জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের (১৮টি) সদস্যদের মাঝে জনাব তারেক রহমানের পক্ষ থেকে, প্রতিমাসের মতো আর্থিক উপহার তুলে দেন ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুম।

আরও পড়ুন: ড. এম ওসমান ফারুকের সঙ্গে নির্বাচনী এলাকার নেতৃবৃন্দের মতবিনিময়

এ সময় তিনি আগামীতেও সহায়তা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে বলেন, বিএনপি জনগনের রাজনীতি করে এবং জনগনের কল্যাণে অতীতে যেভাবে কাজ করেছে, ভবিষ্যতেও সে ধারা অব্যাহত থাকবে।

জুলাই যোদ্ধারা বাংলাদেশের গর্ব; তাদের অবদান জাতি চিরকাল স্মরণ করবে।