শিবিরের সাফল্য, বিশ্ববিদ্যালয়ে ‘টর্চার সেল’ বন্ধ: ডা. তা‌হের

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ন, ০৭ নভেম্বর ২০২৫ | আপডেট: ৫:১০ অপরাহ্ন, ০৭ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে টর্চার সেল বন্ধ হয়েছে, গাঁজা ও মদের আড্ডা কমেছে এবং খাবারে ডালের ঘনত্ব বেড়েছে। 

তিনি শনিবার (৭ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্রশিবির আয়োজিত কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধি সংবর্ধনা-২০২৫ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

আরও পড়ুন: চব্বিশ এবং একাত্তরের অপরাধীরা নির্বাচন চায় না : মোমিন মেহেদী

ডা. তাহের বলেন, ছাত্রশিবির ধারাবাহিকভাবে চারটি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট অর্জন করেছে, যা প্রমাণ করে শিবির কেবল একটি সংগঠন নয় বরং দেশের ছাত্রসমাজের বৃহৎ অংশের প্রতিনিধিত্ব করে। তিনি আশা প্রকাশ করেন যে, আগামী নির্বাচনে চার কোটি তরুণ ছাত্র-ছাত্রী আদর্শবাদী দলগুলোর পক্ষে প্রশ্ন উত্থাপন করবে এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের জয়ের প্রতিফলন ভবিষ্যতেও দেখা যাবে।

ছাত্র সংসদ নেতাদের উদ্দেশ্যে ডা. তাহের বলেন, জুলাই বিপ্লব বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্তের বিনিময়ে অর্জিত—এ লড়াই এখনও শেষ হয়নি। তিনি আরও বলেন, ছাত্ররা দুর্নীতির বিরুদ্ধে যে সংগ্রাম করছে তা অব্যাহত রাখবে এবং ছাত্র সংসদের প্রতিনিধিরা এই লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

আরও পড়ুন: ফেব্রুয়ারিতেই একসঙ্গে গণভোট ও নির্বাচন চায় বিএনপি: মির্জা ফখরুল

উল্লেখ্য, অনুষ্ঠানে ছাত্রশিবিরের নির্বাচিত প্রতিনিধি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।