গ্রামীণ ব্যাংক কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
ছবিঃ সংগৃহীত
রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে রাস্তার ওপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।
রোববার (৯ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৪টার দিকে এ বিস্ফোরণ ঘটে।
আরও পড়ুন: ঢাকা ন্যাশনাল মেডিকেলের সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১
মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ রোমান বলেন, “রাত পৌনে ৪টার দিকে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনের রাস্তায় কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, এমন তথ্য আমরা পেয়েছি। তবে কেউ আটক হয়নি এবং কোনো হতাহতের ঘটনাও ঘটেনি।”
তিনি আরও বলেন, “এটি নাশকতার একটি প্রচেষ্টা হতে পারে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে।
আরও পড়ুন: মেহেরপুরে শাপলা তুলতে গিয়ে একই পরিবারের চার শিশুর মৃত্যু





