শিবচরে কামাল জামানের মনোনয়ন স্থগিতের প্রতিবাদে সড়ক অবরোধ
মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামাল জামান মোল্লা-র মনোনয়ন স্থগিতের সিদ্ধান্তকে কেন্দ্র করে বুধবার (৫ নভেম্বর) শিবচর উত্তাল হয়ে ওঠে। বিক্ষুব্ধ সমর্থকরা সকাল থেকে শিবচর ৭১ সড়ক অবরোধ করে তীব্র প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
অবস্থানকারী নেতাকর্মীরা আওড়ানো হয়: কামাল জামানের মনোনয়ন বাতিল মানি না, অবিলম্বে মনোনয়ন পুনর্বহাল চাই শীর্ষক নানা স্লোগান। এলাকাবাসী ও বিএনপি ও সহযোগী সংগঠনের অনেকে অভিযোগ করেন, মনোনয়ন বাতিল একতরফা ও উদ্দেশ্যপ্রণোদিত সিদ্ধান্ত।
আরও পড়ুন: নতুন বছরের প্রথম দিন পর্দা উঠছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
স্থানীয় বিএনপির সিনিয়র নেতারা জানিয়েছেন, দ্রুত মনোনয়ন পুনর্বহাল করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে যাবে এবং প্রয়োজন পড়লে ঢাকা–খুলনা মহাসড়ক অবরোধসহ ধারাবাহিক কর্মসূচি পালন করবে। পুলিশ ও স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থান রাখা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বিভিন্ন রাজনৈতিক মহল আগামী সময়ে পদক্ষেপ কিভাবে নেয় সেটাই শিবচরের রাজনৈতিক উত্তেজনার ভবিষ্যৎ নির্ধারণ করবে।
আরও পড়ুন: মুক্ত গণমাধ্যম যেন দায়িত্বহীন না হয়: এম আব্দুল্লাহ





