‘গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন, গুমে মৃত্যুদণ্ডের বিধান’
গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ ২০২৫-এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে প্রধান উপদেষ্টা পরিষদ। আইনটিতে গুমের অপরাধে মৃত্যুদণ্ডসহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
প্রেস সচিব বলেন, গুম প্রতিরোধ ও প্রতিকারের জন্য একটি আইন নিয়ে অনেকদিন ধরে আলোচনা চলছিল। আজ সেটি চূড়ান্ত অনুমোদন পেয়েছে। অধ্যাদেশে গুমকে সংজ্ঞায়িত করা হয়েছে চলমান অপরাধ (Continuing Offense) হিসেবে। এতে মৃত্যুদণ্ডসহ কঠোর শাস্তির বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া ‘আয়নাঘর’ নামে পরিচিত গোপন আটক কেন্দ্র স্থাপন বা ব্যবহারকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন: ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ১৬৮১ প্রার্থীকে সাময়িক মনোনয়ন
আইন অনুযায়ী, জাতীয় মানবাধিকার কমিশন ও গুম তদন্ত কমিশন গুম সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্ত করার ক্ষমতা পাবে। গুম প্রতিকারের লক্ষ্যে ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের ১২০ দিনের মধ্যে বিচার সম্পন্নের বাধ্যবাধকতাও রাখা হয়েছে।
এ ছাড়া ভুক্তভোগী ও সাক্ষীর অধিকার সুরক্ষা, ক্ষতিপূরণ, আইনগত সহায়তা, এবং পুনর্বাসনের বিধানও যুক্ত করা হয়েছে। অধ্যাদেশে গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষার উদ্দেশ্যে বিশেষ তহবিল গঠন এবং জাতীয় তথ্যভাণ্ডার (ডাটাবেস) প্রতিষ্ঠার বিধান রাখা হয়েছে।
আরও পড়ুন: অনশনরত তারেকের প্রতি বিএনপির সংহতি জানালেন রুহুল কবির রিজভী
একই বৈঠকে জাতীয় লজিস্টিক নীতি ২০২৫ চূড়ান্ত অনুমোদন পেয়েছে। এছাড়া জাতীয় নগরনীতি নিয়ে আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ২০২৬ সালের সরকারি ছুটির তালিকাও বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, বাংলাদেশ গত বছর ২৯ আগস্ট ‘ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রটেকশন অব অল পারসনস ফ্রম এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স’-এ যোগ দিয়েছে। এই আন্তর্জাতিক কনভেনশনকে অনুসরণ করেই নতুন অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে। এটি বাংলাদেশের একটি ঐতিহাসিক আইন। এর ফলে আর কোনো ফ্যাসিস্ট সরকার দেশে গুমের রাজত্ব চালাতে পারবে না, এবং কোনো ‘আয়নাঘর’ প্রতিষ্ঠা করা সম্ভব হবে না।





