সচিবালয়, যমুনা, শাহবাগ, কাকরাইলসহ পার্শ্ববর্তী এলাকায় আজ থেকে মিছিল সমাবেশ নিষিদ্ধ

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১১:৫৯ পূর্বাহ্ন, ১৩ মার্চ ২০২৫ | আপডেট: ১২:১০ অপরাহ্ন, ০৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশ আজ বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য রাজধানীর সচিবালয় কাকরাইল শাহবাগ ও প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও তার পার্শ্ববর্তী এলাকায় যেকোনো ধরনের মিছিল সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে।। ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ সাজ্জাদ আলী আজ এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করেন। বৃহস্পতিবার (১৩) ডিএমপি’র ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় (হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ মোড়, কাকরাইল মোড় ও মিন্টু রোড) যেকোনো প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো।

আরও পড়ুন: পলাতক ৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার