পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন
ড. নাজমুল করিম খান সভাপতি আনিসুজ্জামান সাধারণ সম্পাদক নির্বাচিত

বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের বার্ষিক নির্বাচনে গাজীপুর মেট্রপলিটন পুলিশের কমিশনার ড. নাজমুল করিম খান সভাপতি ও ঢাকা জেলার পুলিশ সুপার আনিসুজ্জামান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় সকল সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতভাবে এ কমিটি গঠন করা হয়। পুলিশ সপ্তম উপলক্ষে রাজার বাগ পুলিশ লাইনের অডিটোরিয়ামে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: সাংবাদিক তুহিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করলেন স্বাধীন
পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি অতিরিক্ত আইজিপি মতিউর রহমান শেখের সভাপতিত অনুষ্ঠিত সবাই উপস্থিত ছিলেন। পুলিশ ক্যাডারের সকল সদস্যদের উপস্থিতি সর্বসম্মতভাবে নির্বাচনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডিআইজি ড. মো. নাজমুল করিম খান এবং ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত ঘোষণা করা হয়।