ঢাকায় পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দার

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের নতুন হাইকমিশনার হিসেবে ইমরান হায়দার দায়িত্ব পালন শুরু করেছেন। শুক্রবার (৮ আগস্ট) সকালে তিনি ঢাকায় পৌঁছান। ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
ইমরান হায়দারকে ঢাকায় স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা, পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার এবং হাইকমিশনের অন্যান্য সদস্যরা।
আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, শিক্ষার্থীদের ছয় দফা দাবি
এর আগে গত ১১ মে পূর্ববর্তী হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ হঠাৎ করেই ঢাকা ত্যাগ করেন। সেদিনই পাকিস্তান হাইকমিশন মারুফের ঢাকা ছাড়ার বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানায়। তবে প্রথা অনুযায়ী, কোনো বিদেশি কূটনীতিক তার কর্মস্থল ত্যাগ করলে আগেই স্বাগতিক দেশকে জানানো হয়ে থাকে। পাকিস্তান হাইকমিশন কেবল মারুফের ঢাকা ছাড়ার তথ্য জানালেও পরে অনানুষ্ঠানিকভাবে জানায়, তিনি দুই সপ্তাহের ছুটিতে আছেন। তবে এক মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও তিনি আর ঢাকায় ফেরেননি।
এ প্রেক্ষিতে পাকিস্তান সরকার মিয়ানমারে নিযুক্ত রাষ্ট্রদূত ইমরান হায়দারকে ঢাকায় নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেয়।
আরও পড়ুন: আগামী নির্বাচনে আইনশৃঙ্খলা বড় চ্যালেঞ্জ: সিইসি
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, কূটনীতিক ইমরান হায়দার ২০২৪ সালের মার্চ থেকে মিয়ানমারে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত তাজিকিস্তানে রাষ্ট্রদূত ছিলেন। এছাড়াও ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি ইরানের রাজধানী তেহরানে পাকিস্তান মিশনে ডেপুটি হেড অব মিশন হিসেবে দায়িত্ব পালন করেন।
কূটনৈতিক ক্যারিয়ারে ইমরান হায়দার স্পেনের মাদ্রিদ, ভারতের দিল্লি, সংযুক্ত আরব আমিরাত এবং জাতিসংঘের নিউইয়র্ক কার্যালয়েও বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৯৬ সালে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন।