‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে
মানিক মিয়া অ্যাভিনিউয়ে যান চলাচল বন্ধ, বিকল্প রুট ব্যবহারে ডিএমপির পরামর্শ

ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আজ মঙ্গলবার রাজধানীর সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ও উৎসবের আয়োজন করা হয়েছে। এই কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই অ্যাভিনিউয়ের উভয়পথে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
আরও পড়ুন: সাংবাদিক তুহিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করলেন স্বাধীন
বেলা সাড়ে ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সকাল থেকেই সমাবেশস্থলে আসতে শুরু করেছেন। এতে পুরো এলাকায় যানজটের আশঙ্কা থাকায়, যান চলাচল নিয়ন্ত্রণে ডিএমপির ট্রাফিক বিভাগ বিভিন্ন পয়েন্টে ডাইভারশনের ব্যবস্থা নিয়েছে।
আরও পড়ুন: রংধনু গ্রুপের মালিক আন্ডা রফিকের ৮৭৮ কোটি টাকা পাচারে মামলা ও সম্পত্তি ক্রোক
বিকল্প রুট ব্যবস্থাপনা, ফার্মগেট থেকে মিরপুর রোডমুখী গাড়ি: খামারবাড়ি মোড় থেকে আগারগাঁওয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আগারগাঁও থেকে ফার্মগেটমুখী যানবাহন: অন্য পথে চালনা করা হচ্ছে।
শ্যামলী ও মোহাম্মদপুর থেকে আগত যানবাহন: আড়ং মোড় থেকে শুক্রাবাদের দিকে পাঠানো হচ্ছে। রাপা প্লাজা সংলগ্ন এলাকা: অনেক যানবাহন ইউটার্ন নিয়ে ধানমন্ডি বা শ্যামলীর দিকে চলে যাচ্ছে।
সমাবেশে অংশ নিতে আসা অনেকেই যান চলাচল বন্ধ থাকায় হেঁটে খামারবাড়ি ও আড়ং মোড় থেকে মানিক মিয়া অ্যাভিনিউর দিকে এগিয়ে যাচ্ছেন।
ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ জানিয়েছে, পুরো এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বোচ্চ নজরদারিতে রয়েছেন। বিকেল পর্যন্ত যান চলাচলে নিয়ন্ত্রণ থাকবে এবং অনুষ্ঠান শেষে ধাপে ধাপে স্বাভাবিক করা হবে। পাশাপাশি, নগরবাসীকে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।