ইন্দো-প্যাসিফিক এন্ডেভার (IPE) ২০২৫

জলবায়ু নিরাপত্তা ও জ্বালানি স্থিতিস্থাপকতা বিষয়ক সেমিনার সফলভাবে সমাপ্ত

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৪:৩২ অপরাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইন্দো-প্যাসিফিক এন্ডেভার (IPE) ২০২৫-এর প্রথম পর্যায়ের যৌথ কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ বিমান বাহিনীর তত্ত্বাবধানে আয়োজিত জলবায়ু নিরাপত্তা ও জ্বালানি স্থিতিস্থাপকতা বিষয়ক সেমিনার মঙ্গলবার ঢাকা কুর্মিটোলার বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার-এ সফলভাবে সম্পন্ন হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান, যিনি টেকসই উন্নয়নের প্রেক্ষাপটে সামরিক বাহিনীর ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।

আরও পড়ুন: ইন্দো প্যাসিফিক আর্মি চিফ সম্মেলনে যোগ দিতে সেনাপ্রধানের মালয়েশিয়া গমন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার হি.ই. সুসান রাইল। তিনি এই সেমিনারকে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা জোরদারের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।

সেমিনারের কারিগরি অধিবেশন ও আলোচনা পর্বে উঠে আসে:

আরও পড়ুন: ৩৯ পরিদর্শককে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি

সামরিক ও বেসামরিক বিমান খাতে সাস্টেইনেবল এভিয়েশন ফুয়েল (SAF) ব্যবহারের সম্ভাবনা, জ্বালানি ব্যবস্থাপনায় স্থিতিশীলতা আনার কৌশল, পরিবেশবান্ধব প্রযুক্তি প্রয়োগে প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগ, এবং জলবায়ু পরিবর্তনের প্রেক্ষিতে প্রতিরক্ষা প্রস্তুতির প্রয়োজনীয়তা।

উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, সশস্ত্র বাহিনীর সদস্যবৃন্দ, বিমান ঘাঁটির এয়ার অধিনায়ক এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা।

সেমিনারের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী আঞ্চলিক সহযোগিতা, উদ্ভাবনী প্রযুক্তি গ্রহণ এবং পরিবেশগত স্থায়িত্বে দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। এ আয়োজন বৈশ্বিক মানদণ্ড অনুসরণে বাহিনীর সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটায়।