গল্প সংকলন ‘ফিসফিসানি’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত

কবি ও উপন্যাসিক স্থপতি হাসনাইন মঞ্জুর মুর্শেদ-এর লেখা গল্প সংকলন ‘ফিসফিসানি’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি ) বিকেলে বাংলা একাডেমি আয়োজিত একুশের বইমেলা প্রাঙ্গণে বইটির মোড়ক উন্মোচন করবেন- জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য, সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আতিকুর রহমান রুমন। মোড়ক উন্মোচনের উপস্থিত ছিলেন— ন্যাশনাল ডিবেটিং সোসাইটির প্রেসিডেন্ট এ কে এম শোয়েব ও মাহবুব মুর্শেদসহ লেখকের শুভানুধ্যায়ীগণ।
আরও পড়ুন: কবি এনামূল হক পলাশ, নিমগ্ন এক কাব্যসাধক
প্রসঙ্গত, যাদু বাস্তবতার ধারার আটটি ভিন্ন স্বাদের গল্প সংকলনে জুলাই বিপ্লবের সময়চিত্র নিয়ে গল্প ‘ফিসফিসানি’। ফ্যাসিস্ট আমলে আমাদেরকে চুপ করে থাকতে হয়েছে, প্রতিবাদ করতে হয়েছে ফিসফিসানিতে।
বলা যায়, সাহিত্য প্রেমীদের চিন্তার রসদ যোগাবে ফিসফিসানি এই আশাবাদ সকলের। গল্প সংকলন ‘ফিসফিসানি’ বইটি প্রকাশ করেছে স্টুডেন্ট ওয়েজ প্রকাশন (প্যাভিলিয়ন নং ১০)।
আরও পড়ুন: শেষ হলো বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা