ম্যাঙ্গো স্পেশাল ট্রেন বুধবার চালু হচ্ছে

বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ১:০৭ অপরাহ্ন, ০৪ জুন ২০২৩ | আপডেট: ৮:০২ পূর্বাহ্ন, ০৪ জুন ২০২৩
ফাইল ফটো
ফাইল ফটো

ফলের রাজা আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে স্বল্প খরচে ঢাকা শহরে আম পরিবহনের জন্য আগামী বুধবার (৭ জুন) ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চালু হচ্ছে। 

চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে বুধবার (৭ জুন) বিকেলে আম পরিবহনের বিশেষ এই ট্রেনের কার্যক্রমের শুভ উদ্বোধন করা হবে।

আরও পড়ুন: চাঁদাবাজদের হুঁশিয়ারি আইজিপির

চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. ওবাইদুল্লাহ রবিবার (৪ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করে বলেন, চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করে পথিমধ্যে আরও একটি রেলস্টেশনে থামবে ট্রেনটি। ওই সব স্টেশন থেকে আম নিয়ে ট্রেনটি রাত ১টা ১৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

এর পূর্বে  শুক্রবার (২ জুন) বাংলাদেশ রেলওয়ে ম্যাঙ্গো স্পেশাল ট্রেনের সময়সূচি ও ভাড়ার তালিকা প্রকাশ করে।

আরও পড়ুন: রমজানে প্রতিদিন ৫ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে ঢাকাগামী আম পরিবহনের জন্য ম্যাঙ্গো স্পেশাল ট্রেনটি চালু হয় ২০২০ সালের ৫ জুন।

গত বছর এই স্পেশাল ট্রেনে মোট ১ লাখ ৪৮ হাজার ২৫৫ কেজি আম পরিবহন করে সরকার ১ লাখ ৭৫ হাজার ৬৩৪ টাকা আয় করেছিল।