মাস্টারকার্ড প্লাটিনাম মাল্টিকারেন্সি ডেবিট কার্ড চালু করল ব্র্যাক ব্যাংক

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ন, ২৪ নভেম্বর ২০২৫ | আপডেট: ৬:১৫ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক লেনদেনকে আরও দ্রুত, নিরাপদ ও সুবিধাজনক করতে মাস্টারকার্ড প্রযুক্তিনির্ভর প্লাটিনাম মাল্টিকারেন্সি ডেবিট কার্ড চালু করেছে ব্র্যাক ব্যাংক। রবিবার (২৩ নভেম্বর) নতুন এই ডেবিট কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

ব্র্যাক ব্যাংকের নতুন প্লাটিনাম মাল্টিকারেন্সি কার্ডে রয়েছে বিভিন্ন মুদ্রায় নিরবচ্ছিন্ন লেনদেনের সুবিধা, আকর্ষণীয় রিওয়ার্ড পয়েন্ট, নিরাপদ প্রযুক্তি এবং গ্লোবাল অ্যাকসেপ্টেন্স—যা ভ্রমণ, কেনাকাটা ও আন্তর্জাতিক পেমেন্টকে আরও সহজ করবে। দেশে-বিদেশে দৈনন্দিন ডেবিট কার্ড ট্রানজ্যাকশনে রিওয়ার্ড পাওয়ার সুযোগ দেওয়ায় এটি বর্তমানে বাংলাদেশের একমাত্র ব্যাংক-পরিচালিত sådan সুবিধা।

আরও পড়ুন: ব্যাংক বন্ধ হলেও তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ ২ লাখ টাকা ফেরত পাবেন গ্রাহক

নারী গ্রাহকদের জন্য ব্র্যাক ব্যাংক বিশেষভাবে ‘তারা’ প্লাটিনাম মাল্টিকারেন্সি ডেবিট কার্ড এনেছে। প্রতি মঙ্গলবার এই কার্ডের গ্রাহকরা পাবেন দ্বিগুণ রিওয়ার্ড পয়েন্ট।

কার্ডটিতে রয়েছে এনএফসি–সক্ষম কন্ট্যাক্টলেস ফিচার, ইএমভি চিপ ও টু-ফ্যাক্টর অথেনটিকেশন—যা নিরাপদ পেমেন্ট নিশ্চিত করবে। বিশ্বব্যাপী ৯,৫০০–এর বেশি মাস্টারকার্ড পার্টনার মার্চেন্টে কার্ডহোল্ডাররা পাবেন বিশেষ অফার ও এক্সক্লুসিভ ডিল। এছাড়া মাস্টারকার্ডের ‘প্রাইসলেস স্পেশালস’ প্ল্যাটফর্মেও তারা পাবেন নানা সুবিধা।

আরও পড়ুন: ব্যাংক আমানতকারীদের সুরক্ষায় ‘আমানত সুরক্ষা অধ্যাদেশ জারি

নেটফ্লিক্স, স্পটিফাই, অ্যামাজন প্রাইম এবং সোশ্যাল মিডিয়ার পেইড প্রমোশনে ব্যবহারের সুবিধাও রয়েছে এই কার্ডে। ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপের সঙ্গে সংযুক্ত মাল্টিকারেন্সি কার্ডটি কিউআর কোডের মাধ্যমে এটিএম ক্যাশ উত্তোলন ও কিউআর–ভিত্তিক পেমেন্টের সুবিধা দেয়, যা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা যায় অ্যাপ থেকেই।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “নতুন মাস্টারকার্ড প্লাটিনাম মাল্টিকারেন্সি ডেবিট কার্ড ব্র্যাক ব্যাংকের উদ্ভাবনী ও গ্রাহকবান্ধব সেবার ধারাবাহিকতার অংশ। গ্লোবাল অ্যাক্সেস ও নিরাপদ প্রযুক্তির সমন্বয়ে এই কার্ডটি গ্রাহকদের যেকোনো স্থানে নিরাপদ লেনদেনে সহায়তা করবে।”

মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, “বাংলাদেশের ক্যাশলেস অর্থনীতির যাত্রাকে এগিয়ে নিতে মাস্টারকার্ড দীর্ঘদিন ধরে কাজ করছে। ব্র্যাক ব্যাংকের এ উদ্যোগ ডিজিটাল কমার্সের ভবিষ্যৎ বিনির্মাণে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাস্টারকার্ড সাউথ এশিয়ার প্রেসিডেন্ট গৌতম আগারওয়াল, ব্র্যাক ব্যাংকের ডেপুটি এমডি ও হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলামসহ ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা।

নতুন ডেবিট কার্ডের মাধ্যমে গ্রাহকদের জন্য আরও নিরাপদ, সহজ ও ভবিষ্যতমুখী ব্যাংকিং সেবা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ব্র্যাক ব্যাংক।