ঢাবির হলে ছাদের পলেস্তারা খসে পড়ল ঘুমন্ত শিক্ষার্থীর মাথায়

AK Azad
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ন, ০৭ জানুয়ারী ২০২৫ | আপডেট: ২:৪৭ অপরাহ্ন, ০৭ জানুয়ারী ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হলের মূল ভবনের ২০৪ নম্বর রুমে ছাদের পলেস্তারা খসে পড়ে এক ঘুমন্ত শিক্ষার্থীর উপর।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত সোয়া ১ টায় এই দুর্ঘটনা ঘটে। এতে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুদ রানা মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন।  এ ঘটনার পর আহত মাসুদকে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ইমার্জেন্সি বিভাগে নিয়ে সিটি স্ক্যান করানো হয়। তার মাথার দুই জায়গায় ফেটে গেছে। তার মধ্যে এক জায়গার ক্ষত বেশ গভীর।

এ বিষয়ে আহতের রুমমেট ও বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ বিভাগের শিক্ষার্থী ফরহাদ জুবায়ের বলেন, “মাসুদ ভাই মশারি টাঙিয়ে ঘুমচ্ছিলেন। রাত দেড়টার দিকে ছাদের পলেস্তারা খসে পড়ে তার মাথা ফেটে যায়। মাথার দুই জায়গায় কেটে গেছে। পরে তাকে ঢামেকে নিয়ে সিটি স্ক্যান করানো হয়। রিপোর্ট দেখে ডাক্তার বলেছেন যে তিনি এখন আশঙ্কামুক্ত রয়েছেন।”

হলের আরেক শিক্ষার্থী রাফিদ হাসান সাফওয়ান বলেন, "ভাবুন, আপনি ঘুমাতে গেলেন আর আপনার মাথায় বড় সাইজের একটা পলেস্তারা খসে পড়ল। মুহসীন হলে এটা শুধু ইমাজিনেশন না, প্রতিদিনের বাস্তবতা। পলেস্তারার আঘাতে মাসুদ ভাইয়ের মাথা ফেটে গেছে।"

এ বিষয়ে হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ ড. মোহাম্মদ নাজমুল আহসান বলেন, “মশারি না থাকলে হয়তো অবস্থা আরও গুরুতর হতে পারতো। আমি নতুন প্রাধ্যক্ষ হয়েছি। আমি আমার জায়গা থেকে হলের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করার চেষ্টা করছি, শিক্ষার্থীরাও আমাকে সহযোগিতা করছেন।”